বিশ্বনাথে করোনার প্রথম টিকা নিলেন ওসি শামীম মূসা

রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ৩:৫৩ অপরাহ্ণ

বিশ্বনাথে করোনার প্রথম টিকা নিলেন ওসি শামীম মূসা
apps

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম টিকা নিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার্স ইন-চার্জ মো. শামীম মূসা।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। আর দ্বিতীয় টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা। টিকা নেয়ার পর ওসি শামীম মূসা বলেন, টিকা নেয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে।

এদিকে, টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, আ’লীগ নেতা এআর চেরাগ আলী ও বিএনপি নেতা জুনেদ আহমদ’সহ স্বাস্থ্য কর্মীরা।

গত ৪ ফেব্রুয়ারি উপজেলায় ১৩ হাজার ৫৫০টি টিকা এসেছে। তার মধ্যে নিবন্ধন হয়েছে ১২৭টি। রোববার বিভিন্ন পেশার মোট ১০০ জনকে ভ্যাকসিন দেয়া হয়। তবে যারা প্রথম টিকা নিয়েছেন তারা সবাই ভালো রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা।

Development by: webnewsdesign.com