বিশ্বনাথে এক সাথে ৩টি বাছুর প্রসব: গাভী দেখতে ভিড়!

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ২:০০ অপরাহ্ণ

বিশ্বনাথে এক সাথে ৩টি বাছুর প্রসব: গাভী দেখতে ভিড়!
apps

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গাভীর এক সাথে তিনটি বাছুর প্রসব করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হলে দেশি এ গাভী দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায় গাভী ও বাছুর তিনটির ছবি।

সালেহ আহমদের চাচাতো ভাই সুজন মিয়া বলেন, ‘প্রায় তিনমাস পূর্বে গাভীটি ক্রয় করে আনা হয়। একজন বেতনভুক্ত লোক এটি লালন-পালন করছেন। গাভীটি এক সঙ্গে তিনটি বাছুর প্রসব করায় সকলেই খুশি। তবে, প্রসবের কয়েক ঘন্টা পর একটি বাছুরকে গাভী পা দিয়ে চাপ দেয়ায় সেটি মারা যায়।’

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন জানান, সকালে ফেসবুকে খবরটি দেখেছি। গাভী ও বাছুরগুলো দেখতে যাচ্ছি। এটি অস্বাভাবিক ঘটনাই বলতে হয়। সচরাচর এমনটি ঘটে না। ওই গাভীর তিনটি ডিম্বাণু হওয়ায় তিনটি বাছুর প্রসব করেছে।’

Development by: webnewsdesign.com