বিশ্বকাপে দিয়ে নিজেকে প্রমাণ করতে চান হ্যাজার্ড

বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ

বিশ্বকাপে দিয়ে নিজেকে প্রমাণ করতে চান হ্যাজার্ড
apps

‘সোনালি প্রজন্মে’র হাত ধরে এখনো কোনো সাফল্যের ছোঁয়া পায়নি বেলজিয়াম। বিশ্বকাপের অধরা ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই কাতারে নোঙর ফেলবে তারা। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে শেষ চারে খেলেছিল হ্যাজার্ড-ডি ব্রুইনরা, তৃতীয় হয়ে শেষ করেছিল রাশিয়া বিশ্বকাপ। বেলজিয়ামের বিশ্বকাপ ইতিহাসে সেরা পারফরম্যান্স করতে হলে কাতারে পৌঁছাতে হবে ফাইনালে।

কাজটা কঠিন হলেও নিজেদের ওপর বিশ্বাস রাখছেন এডেন হ্যাজার্ড, ‘অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। গতবারের চেয়ে এবার আরো ভালো করতে চাই। যদিও এটা কঠিন হবে। এই দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। ভালো করতে হলে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।

চোট কাটিয়ে ফেরা হ্যাজার্ড মাঠে নিজেকে প্রমাণ করতে চান, ‘কঠিন সময় পার করেছি। কিছু ব্যাপার ছিল, এর অন্যতম ইনজুরি। কিন্তু এখন সব কিছু স্বাভাবিক হয়েছে। আমি মাঠে প্রমাণ করার অপেক্ষায় আছি। ’

কাতার বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে বেলজিয়াম। গ্রুপে তাদের সঙ্গী মরোক্কো, কানাডা ও ক্রোয়েশিয়া। ২৪ নভেম্বর কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা। এরপর ২৭ নভেম্বর মরোক্কো এবং ১ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন এডেন হ্যাজার্ডরা।

Development by: webnewsdesign.com