বিশ্বকাপের আগে চিন্তার ভাজ সেনেগাল শিবিরে

বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | ৬:০৪ অপরাহ্ণ

বিশ্বকাপের আগে চিন্তার ভাজ সেনেগাল শিবিরে
apps

বিশ্বকাপের বাকি আর মাত্র ১১ দিন। এরই মধ্যে চিন্তার ভাজ সেনেগাল শিবিরে। বুন্দেসলিগায় খেলা সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানের চোট ভাবাচ্ছে দলকে।

ম্যাচের ১৫ মিনিটে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে খেলতে নেমে হাঁটুতে ব্যথা পান ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। বেশ কিছুক্ষণ ধরে সাইডলাইনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি নিজ পায়ে উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি। চোটের ধরন বা তাকে কতদিন বাইরে থাকতে হবে, এ বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানায়নি বায়ার্ন। তার এই ইনজুরি বিশ্বকাপে খেলা সেনেগালের জন্য অনেক বড় ধাক্কা।

আগামী ১৪ নভেম্বর দল ঘোষণা করার শেষ সময়। এমন সময়ে ছোটখাটো চোটও অনেক বড় হয়ে দেখা দিতে পারে। সেটাই দুর্ভাবনার কারণ আফ্রিকার দেশটির জন্য।

 

Development by: webnewsdesign.com