বিশেষ সম্মাননা পদকে সিক্ত হলেন সাংবাদিক এন আলম চৌধুরী রাসেল

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | ৩:৩১ অপরাহ্ণ

বিশেষ সম্মাননা পদকে সিক্ত হলেন সাংবাদিক এন আলম চৌধুরী রাসেল
apps

বস্তুনিষ্ঠতা ও দেশপ্রেমের প্রতি অবিচল নিষ্ঠার স্মারক হিসেবে, এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ, বিপিএম (বার) এর উষ্ণ হাতে বিশেষ সম্মাননা পদক গ্রহণ করলেন স্বাধীন পত্রিকার নিবেদিতপ্রাণ স্টাফ রিপোর্টার এন আলম চৌধুরী রাসেল।

​কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত মারমেইড বে-ওয়াচ রিসোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনটি পরিণত হয়েছিল শ্রদ্ধা ও ভালোবাসার এক মিলনমেলায়।​অতিরিক্ত ডিআইজি’র কণ্ঠে সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধা​সম্মাননা প্রদানের সময় অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ তাঁর বক্তব্যে সাংবাদিকতাকে জাতির বিবেক হিসেবে আখ্যায়িত করেন।

আবেগময় কণ্ঠে তিনি বলেন:​”আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিক বন্ধুরা আমাদের অপরিহার্য সহযোগী। এন আলম চৌধুরী রাসেল শুধু একটি খবর পরিবেশন করেন না, তিনি প্রতিটি লেখার মাধ্যমে সমাজের প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও দায়িত্ববোধকে ফুটিয়ে তোলেন। তাঁর এই অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি দিতে পেরে আজ আমরা সত্যিই গর্বিত। এই পদক তাঁর ভালোবাসার প্রতি আমাদের সামান্য উপহার।”

​সংবাদপত্র পরিবারের পক্ষ থেকে উচ্ছ্বাস​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আনোয়ার হোসেন আকাশ। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “সাংবাদিকতা একটি কঠিন ব্রত। রাসেলের মতো তরুণ সাংবাদিকরা যখন তাঁদের কাজের জন্য এমন গুণী মানুষের কাছ থেকে স্বীকৃতি পান, তখন পুরো সংবাদপত্র পরিবার অনুপ্রাণিত হয়। এটি আমাদের জন্য শুধু একটি সম্মাননা নয়, বরং নিরন্তর ভালো কাজ করে যাওয়ার জন্য এক মহান প্রেরণা।”

​এই সম্মাননা এন আলম চৌধুরী রাসেলকে তাঁর পেশাগত জীবনে আরও দায়িত্বশীল ও মানবিক হওয়ার প্রেরণা জোগাবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন।

Development by: webnewsdesign.com