বিদেশ ফেরতদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ৩:০২ অপরাহ্ণ

বিদেশ ফেরতদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন
apps

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম রবিবার (১৫ নভেম্বর) বলেছেন, ২/১ দিনের মধ্যে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হবে। খুব শিগগিরই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ক্যাম্পে করোনা টেস্টের স্যাম্পলিং বুথ স্থাপন করা হবে।

প্রসঙ্গত, সারা বিশ্বে দ্বিতীয়/তৃতীয় দফায় করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। বাংলাদেশেও প্রতিদিন উল্লেখযোগ্য করোনা রোগী শনাক্ত হচ্ছে।

Development by: webnewsdesign.com