বালু উত্তোলনে ঝুঁকিতে কাজিপুরের নাটুয়ারপাড়া রক্ষা বাঁধ

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ | ৬:২০ অপরাহ্ণ

বালু উত্তোলনে ঝুঁকিতে কাজিপুরের নাটুয়ারপাড়া রক্ষা বাঁধ
apps

সিরাজগন্জের কাজিপুরে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলার ঐতিহ্যবাহী নাটুয়াপাড়া ইউনিয়নসহ এলাকা রক্ষা বাঁধটি এখন চরম ভাংগন ঝুঁকিতে পড়েছে। এমনিতেই যমুনার তান্ডবে ভাঙছে বাঁধের এক অংশ অন্যদিকে ওই বাঁধেরই অন্য অংশের পাশ ঘেষে তোলা হচ্ছে বালি।

পানির মধ্যে অনেকগুলো ড্রেজার বসিয়ে দিনের পর দিন বালি তুলে তা বিক্রি করে দিচ্ছে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিগণ। এতে করে বাঁধ ধসের আতঙ্কে রয়েছে নাটুয়ারপাড়া ইউনিয়নসহ আশপাশের ১৫ গ্রামের মানুষ। যমুনার চরাঞ্চলে অবস্থিত নাটুয়ারপাড়া নানা কারণে কাজিপুরের গুরুত্বপূর্ণ। বার বার ভাঙনের পরেও এই ইউনিয়নটির গুরুত্ব একটুও কমেনি।

বরং কয়েক বছর আগে নদীর পশ্চিমে মেঘাই আর পূর্বে নাটুয়ারপাড়া ঘাটকে কেন্দ্রে করে দেশের ৩২ তম নৌ বন্দর ঘোষিত হয়েছে। এই অঞ্চলটিকে নদী ভাঙন থেকে রক্ষায় ২০১১ সালে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাটুয়ারপাড়া রক্ষা বাধের নির্মাণ কাজ শুরু করেন। এরপর সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল সরকার এই বাধটিকে টিকিয়ে রাখতে প্রয়াত নেতা নাসিমের সহযোগিতায় উপজেলা পরিষদ এবং স্থানীয় এমপি’র বরাদ্দ দিয়ে বাধটির কাজ করেন।

২০১৮ সালে নাটুয়ারপাড়া বাজার সমিতির লোকজন এই বাধ রক্ষায় নিজেরা অর্থ প্রদান করেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান নিজেও বাধ রক্ষায় কাজ করে যাচ্ছেন।তিনি প্রতিনিয়তই বাঁধটি রক্ষা করতে খোঁজ খবর নিচ্ছেন এবং কয়েক বার পরিদর্শন ও করেছেন। অথচ সম্প্রতি ওই বাধের গোড়ার দিক থেকে বালি তুলে বিক্রি করায় শঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ।

বালি উত্তোলনকারি নাটুয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল কাসেম অবৈধ ভাবে বালু তুলে অন্যএ বিক্রি করছে। এ বিষয়ে তিনি জানান, ‘আমার জমি থেকে আমি বালি তুলছি। সেখানে কার কি অসুবিধা হল তা দেখার দায়িত্ব আমার না।’

নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন জানান,‘ ঐ জমির মালিককে নিষেধ করলেও তিনি মানছেন না। নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুর রহিম মাস্টার জানান, বার বার বলেও কাজ হয়নি। আপনারা (সাংবাদিকগণ) তার বিরুদ্ধে একটু লিখুন।’

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, এলাকাবাসির জন্য বাঁধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত কেউ বালি উত্তোলনের বিষয়টি আমাকে জানায়নি। এখন জানলাম। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। #

Development by: webnewsdesign.com