বালু উত্তোলনের দায়ে ১৩ শ্রমিকের কারাদণ্ড, হোতারা ধরাছোঁয়ার বাইরে

সোমবার, ২০ জানুয়ারি ২০২০ | ৯:০৯ অপরাহ্ণ

বালু উত্তোলনের দায়ে ১৩ শ্রমিকের কারাদণ্ড, হোতারা ধরাছোঁয়ার বাইরে
apps

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর আনন্দবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ শ্রমিককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কোনো ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়নি এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িত হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে জানা যায়।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তাদের মেঘনা নদী থেকে আটক করে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

 

 

 

 

দণ্ডপ্রাপ্ত শ্রমিকরা হলেন, রাকিব মিয়া (১৮), রাকিবুল ইসলাম (২৫), আনোয়ার হোসেন (৪০), নুর মোহাম্মদ (২৭), সালাউদ্দিন (১৮), সুলতান মোল্লা (১৮), কুবায়েত হোসেন (৩২), রুবেল মিয়া (২১), মনিরুল ইসলাম (৩২), সাইফুল ইসলাম (২৯), জসিমউদ্দিন (৪৫), ফিরোজ মিয়া (৩৫) ও ইফসুফ মোল্লা (২০)।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৩ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সবাইকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার, বাল্কহেড জব্দ কিংবা কোনো প্রকার যন্ত্রাংশ বিকল করা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।

Development by: webnewsdesign.com