বায়ার্নকে হারাল বার্সা ৯ বছর পর

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ১২:২২ অপরাহ্ণ

বায়ার্নকে হারাল বার্সা ৯ বছর পর
apps

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে বায়ার্নের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। যেখানে হ্যাটট্রিক করে নায়ক বনে গেছেন রাফিনিয়া।

ম্যাচের শুরুতেই এদিন জালের দেখা পায় বার্সা। ম্যাচের বয়স তখন এক মিনিটও হয়নি! মাঝমাঠে ফের্মিন লোপেসের বাড়ানো বল ক্লিয়ার করার চেষ্টায় পারেননি বায়ার্নের এক ডিফেন্ডার। বল ধরে এগিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন রাফিনিয়া।

১৮তম মিনিটে সেই গোল শোধ করে বায়ার্ন। বক্সে বাঁ দিক থেকে সের্গে জিনাব্রির পাসে চমৎকার ভলিতে সমতা টানেন ইংলিশ স্ট্রাইকার কেইন। রক্ষণের ভুলে ৩৬তম মিনিটে আবার গোল হজম করে বায়ার্ন। এবার গোল পান লেভানডভস্কি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-১ করেন রাফিনিয়া।

৫৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে ইয়ামালের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান। বাকি সময়ে আর গোল পায়নি কেউই।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।

Development by: webnewsdesign.com