বাবুগঞ্জ রাকুদিয়া নিজ জমিতে ঘর উঠাতে বাধা ও চাঁদার হুমকি 

রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | ৭:৩০ অপরাহ্ণ

বাবুগঞ্জ রাকুদিয়া নিজ জমিতে ঘর উঠাতে বাধা ও চাঁদার হুমকি 
apps

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন রাকুদিয়ায় মামলা হামলা ও ভুল তথ্য দিয়ে পুলিশকে ব‍্যাবহার করে হয়রানি করছে কুদ্দুস- হারুন-জসিম আল আমিন নেপথ্যে ভয়ংকর চাঁদাবাজ,সন্ত্রাসী বাহিনী।
আমি একজন ব‍্যাবসায়ী রাকুদিয়া নতুন হাটে বেশকয়েকটি ষ্টল ভবন সহ কাঠের দোকান ঘর আছে। এইগুলো ভাড়ায় দেই। আমার নিজের জমিতে গত বৃহস্পতিবার তারিখঃ১৩/০১/২০২২ আরও দুইটা ঘর উঠানোর সময় জালিয়াতি চক্রের মূল হোতা প্রতারক কুদ্দুস, হারুন ও ভূমি দস্যু জসিম তাদের পরিচালক ভন্ড,প্রতারক, কুখ্যাত সন্ত্রাসী এবং চাঁদাবাজ আল আমিন বিগত ইংরেজি ১৩ ই জানুয়ারি ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল অনুমান ১০ ঘটিকায় ৫,০০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) আমার কাছে চাঁদা দাবী করছে। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে তাহারা আমার জমিতে আমাকে ঘর তুলতে দিবেনা। আর এই কথা যেন আমি কারো কাছে না বলি, বললে আমাকে খুন করে আমার উঠানো ঘর গুলো আগুন দিয়ে পুরিয়ে ফেলবে বলে হুমকি দেয়। চাঁদাবাজ আল আমিন এর সাথে চেচামেচি করার একপর্যায়ে কুদ্দুস আমাকে হত‍্যা করার উদ্দেশ্যে এগিয়ে আসলে আমি ডাক চিৎকার দিতে থাকি। আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা আমাকে বাচাতে এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

কথায় আছে চোরের মার বড় গলা। কুদ্দুস গং তাদের দাবী কৃত চাঁদা না পেয়ে অভিনব এক কৌশল অবলম্বন করে ঐদিন বিকালে আনুঃ৪ ঘটিকায় আল আমিন ও জসিম থানায় এসে মিথ্যে অভিযোগ দিয়ে পুলিশ এনে আমার কাজ বন্ধ করে দেয়। আমি থানা পুলিশের নিকট জানতে চেয়েছি যে, আদালতের আদেশ ছাড়া পুলিশ আমার জমিতে দোকান ও বসতঘর উঠাতে বাধা দিতে পারেন কি? পুলিশ বলছে আইন শৃংখলা রক্ষার্থে কাগজপত্র দেখা দেখি করারজন‍্য কিছু সময় নিতে পারে। সেই সময় টুকুর জন‍্য থানা পুলিশ গতকাল রাত ০৮ ঘটিকায় আমার জমির মালিকানা সত্ত্বের কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় ডাকেন। আমি আমার কাগজপত্র নিয়ে বাবুগঞ্জ থানায় হাজির হই কিন্তু অপর পক্ষ হাজির হয় নায়। কথায় আছে চোরের মনে পুলিশ পুলিশ। ঐদিন সকালের চাঁদাবাজির ঘটনার কারণে মিথ‍্যা অভিযোগ কারিগন উপস্থিত না হয়ে অন্য ভাবে থানা পুলিশকে জানিয়েছে পরবর্তী যে কোন সময় থানায় বসে বিষয়টি সমাধান করবে। আজও দিন শেষ এখন পর্যন্ত কারো নিকট হইতে কাগজপত্র দেখা দেখির প্রস্তাব পাইনি।

আমি কুদ্দুস গংদের চাঁদাবাজির বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।

বিজ্ঞ আইনজীবীদের নিকট বিনিতভাবে জানতে চাচ্ছি যে আদালতের আদেশ বিনা পুলিশ কত দিন আমার কাজ বন্ধ রাখতে পারবে। আমার ঘর কাঠ আসবাব পত্র সহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালা মাল খোল আকাশের নিচে।এগুলো প্রতিপক্ষ চুরি বা পুরিয়ে ফেলবে বলিয়া পায়তারা চালাইতেছে। এবিষয়ে কোন প্রকারের দুঘটনা ঘটলে সেই দূর্ঘটনার দায়ভার কার ? পরে বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান আমার কাগজপত্র সত্যতা প্রমান পেয়ে আমাকে কোর্টের রায় এবং সবকিছু সঠিক থাকায় আমাকে ঘর উঠানোর অনুমতি দিয়েছে বাবুগঞ্জ থানার ওসি।

Development by: webnewsdesign.com