বাবরের পর হাফিজের ও বিদায়

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০ | ৬:১৬ অপরাহ্ণ

বাবরের পর হাফিজের ও বিদায়
apps

বাংলাদেশের দেয়া মামুলি টার্গেটে খেলতে নেমে ভাল শুরু করতে পারেনি পাকিস্তানি ওপেনাররা। দলীয় শূন্য রানের মাথায় শূন্য রানে আউট হন দলপতি বাবর আজম। মোহাম্মদ শফিউল বলে আউট হন তিনি।

তার বিদায়ে ক্রিজে আসেন বাংলাদেশের বিপক্ষে দলে ডাক পাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। তবে তার ডাক পাওয়াটা খুব একটা কাজে আসেনি, মুস্তাফিজের বলে নাইম ইসলামের হাতে তালুবন্দি হওয়ার আগে ষোল বলে সতের রান করেন
আরেক প্রান্তে ওপেনার এহসান আলী দেখেশুনে খেলছেন। এখন তার সাথে যোগ দিয়েছেন বিপিএলে দুর্দান্ত খেলা শোয়েব মালিক, উভয়জনই দারুন খেলছেন। শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দুই উইকেটে দশ ওভার শেষে 68 রান

এর আগে, নির্ধারিত ওভারে ১৪১ রান করে টাইগাররা

Development by: webnewsdesign.com