বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা ৩০ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ১১:৩২ পূর্বাহ্ণ

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা ৩০ সেপ্টেম্বর।
apps

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা ৩০ সেপ্টেম্বর। লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালত এ রায় ঘোষণা করবে। ওই দিন জানা যাবে, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলীমনোহর জোশি, উমা ভারতী দোষী কি-না।

আদভানি ও জোশি দুজনই মসজিদ ধ্বংসে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ফাঁসানো হয়েছে। তবে যদি ফাঁসি দেওয়া হয়, তা হলেও নিজেকে ধন্য মনে করবেন উমা।

রায় ঘোষণার দিন ৯২ বছর বয়সী আদভানিসহ ৩২ জন অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্ণৌর বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবের গত বছর ৩০ সেপ্টেম্বর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট তার মেয়াদ বাড়িয়ে দেয়।

ইতিমধ্যে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে। রামমন্দিরের শিলান্যাসও হয়ে গেছে। কিন্তু সেই মামলাতেও সুপ্রিম কোর্ট বলেছে, আদালতের নির্দেশ অমান্য করেই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। যা অন্যায় হয়েছিল।

এর আগে, ইলাহাবাদ হাইকোর্ট ২০০১ সালে আদভানি ও অন্যদের বিরুদ্ধে মসজিদ ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ সরিয়ে দেওয়ার নির্দেশও দেয়। কিন্তু ২০১৭ সালে সুপ্রিম কোর্ট সেই নির্দেশকে ত্রুটিপূর্ণ আখ্যা দেয়।

Development by: webnewsdesign.com