বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানিতে অনুমতি দেয়ার সিদ্ধান্ত

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ | ৫:২৭ অপরাহ্ণ

বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানিতে অনুমতি দেয়ার সিদ্ধান্ত
apps

হঠাৎ করে স্হানীয় বাজারসহ দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। তাই বাজার বা মূল্য নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র বা ইমপোর্ট পারমিট (আইপি) না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। আমদানি বন্ধ থাকায় হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।

এদিকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার খবরে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আমদানিকারকরা। আগামী সপ্তাহ থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে জানায় হিলি স্থলবন্দর ব্যবসায়ীরা।

কৃষকদের দেশীয় পেঁয়াজ চাষে উৎসাহিত ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সম্প্রতি পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেওয়া বন্ধ করে দেয় সরকার। যার কারণে গত ২৯ এপ্রিল থেকে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সরকারি অনুমতি শেষ হয়ে যাওয়ায় গত ২৯ এপ্রিল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এর পরপরই আমরা বন্দরের আমদানিকারকরা আমদানির অনুমতি বা আইপি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছিলাম, কিন্তু তারা সেটি গ্রহণ করছিলেন না।

সম্প্রতি তারা আবেদন গ্রহণ করছেন। আগামীকাল থেকে হয়তো বা তারা আইপি ইস্যু করবেন। আমি নিজে ২ হাজার টনের আইপি চেয়ে আবেদন করেছি। আমার মতো বন্দরের আরও আমদানিকারক বেশ কয়েক হাজার টনের আইপির জন্য আবেদন করেছেন। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আইপি পেলে আগামী সপ্তাহ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।

আর আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দামের যে ঊর্ধ্বমুখী অবস্থা সেটি কমে আসবে বলে আমরা আশাবাদী। ইতোমধ্যে আইপি দেওয়ার কথা শুনে পেঁয়াজের দাম মণপ্রতি ২শ’ টাকা কমে গেছে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, কয়েক দিন বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র বা আইপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল আমরা জেনেছি। সে মোতাবেক পেঁয়াজের আইপির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত আইপি অনুমোদন ইস্যু হয়নি, হয়তো বা আজ কালের মধ্যে শুরু হয়ে যাবে। এতে আগামী সপ্তাহ থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে।

Development by: webnewsdesign.com