বাগেরহাটে ২৪ ঘন্টায় ৫৯ জনের করোনা শনাক্ত

সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ | ৭:৫২ অপরাহ্ণ

বাগেরহাটে ২৪ ঘন্টায় ৫৯ জনের করোনা শনাক্ত
apps

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪২১ জন। মোট মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৪২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। এছাড়া বাসা-বাড়িতে চিকিৎসাধীন ৪৬৮ জন। গতকাল রবিবার ১২৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছিল ৭০ জন। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, বাগেরহাটে করোনা সংক্রমনের হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সকলকে আরও বেশি সচেতন হতে হবে। টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরিধানের প্রতি আগ্রহী হওয়ার আহবান জানান এই কর্মকর্তা।

Development by: webnewsdesign.com