বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

সোমবার, ৩০ আগস্ট ২০২১ | ৬:২১ অপরাহ্ণ

বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
apps

বাগেরহাটে নানা আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি-জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বাগেরহাট শহরের শালতলা মোরস্থ কেন্দ্রীয় হরিসভা মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে গীতাযোজ্ঞ, প্রার্থণা সভা, পূজা আর্চোনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

হিন্দু ধর্মীয় নেতা বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অধ্যক্ষ মনি মোহন মন্ডল, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত কুমার মন্ডল প্রমুখ। এসব অনুষ্ঠানে সনাতন ধর্মীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

এছাড়া বাংলাদেশ হিন্দু, বৈদ্ধ্য, খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বিকেলে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Development by: webnewsdesign.com