বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা

ভাংচুর ও মালামাল লুট

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ৪:৪৪ অপরাহ্ণ

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা
apps

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা,ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার চরকাঠি সাহাপাড়া গ্রামে। প্রতিপক্ষের হামলায় গুরুত্বর জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন চরকাঠি সাহাপাড়া গ্রামের মৃত শৈশব লাল সাহার ছেলে বিপান্ত সাহা (৫০)। এতে আরো গুরুত্বর জখম হয়ে বাগেরহাট ও কচুয়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে চরকাঠি সাহাপাড়া গ্রামের আনন্দ কুমার সাহা (৭৫),রুপালী রানী সাহা (৪০) ও জ্যোসনা রানী সাহা (৩৫)।

অভিযোগে জানা যায়, চরকাঠি সাহাপাড়া গ্রামের নরোত্তম সাহার ছেলে সুদেব কুমার সাহা(৫০)সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে আদালতের নির্দেশনা না মেনে চরকাঠি সাহাপাড়া নরোত্তম সাহার ছেলে সুদেব কুমার সাহার নেতৃত্বে স্থানীয় মৃত সুচিত্র কুমার সাহার ছেলে সুবির কুমার সাহা (৩৮), সুদেব কুমার সাহার ছেলে সুমন কুমার সাহা (২৫),নিলকন্ঠ সাহার ছেলে সুদেব সাহা (২০)সহ আরোও ৪/৫ জনকে সাথে নিয়ে বিরোধপূর্ন জায়গায় ঘর বাড়ি উচ্ছেদ করতে আসে। এতে বিপান্ত সাহা ও তার পরিবারের লোকজন বাধা প্রদান করলে তাদের উপর অতর্কিত হামলা চালায় সুদেব কুমার সাহা ও তার লোকজন।

হামলায় বিপান্ত সাহা (৫০)সহ আনন্দ কুমার সাহা (৭৫),রুপালী রানী সাহা (৪০) ও জ্যোসনা রানী সাহা (৩৫)গুরুত্ব জখম হয়। হামলাকারীরা ঘর-বাড়ি ভাংচুর, ঘরের মালামাল লুট ও মুরগীর ফার্মের প্রায় দুই শতাধিক মুর্গি লুট করে নিয়ে যায়। এতে আহত সুদেব কুমার সাহাসহ পরিবারের লোকজনকে উদ্ধার করে স্থানীয়রা কচুয়া সদর হাসপাতাল পাঠায় এতে বিপান্ত সাহার অবস্থার বেশি অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়।

Development by: webnewsdesign.com