বাগমারায় বিশ্ব মা দিবস পালিত

রবিবার, ০৮ মে ২০২২ | ৪:৩১ অপরাহ্ণ

বাগমারায় বিশ্ব মা দিবস পালিত
apps

রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, মা-এর জন্য নিদিষ্ট কোন দিন নয় বরং প্রতিটি দিনই মা-দিবস। যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি তাদের সারা জীবন ভালোবাসতে হবে। প্রতিটি সন্তানের দায়িত্ব মা-বাবার সেবা করা। মা সন্তানের জন্য আল্লাহর পাকের একটা বড় নিয়ামক। দুনিয়াতে মা এর সমতুল্য কিছুই নেই। যার মা নেই সেই জানে দুনিয়াতে সে কত অসহায়। মা থাকা মানে জীবনে সব কিছু পাওয়া। যার মা আছে তার কোন কিছুই অপূর্ণ থাকে না। মা হচ্ছে স্বর্গ। যাদের মা মারা গেছে তারা আর কখনও মাকে দেখার সুযোগ পাবেনা। মা বলে ডাকতে পারবে না। যতো সম্পদের মালিক হন না কেন মায়ের কাছে সকল সম্পদ মূল্যহীন।

প্রধান অতিথি আরো বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত। যাদের মা আছে তারা মাকে ভালোবাসুন। সব সময় মায়ের খোঁজ রাখুন। জীবন দিয়ে হলেও মায়ের সেবা করতে হবে। সন্তানের কিছু হলে সবার আগে মা জানতে পারে। মা না খেয়ে সন্তাকে খাওয়ায়। অথচ সেই মাকে অনেকে দেখতে পারেনা। এখনও সময় আছে যাদের মা-বাবা আছে তারা তাদের পাশে দাঁড়ান। অনেক কষ্ট করে প্রতিটি মা তাদের ছেলে-মেয়েদের বড় করেন। তাদের ঋণ কোন ভাবেই শোধ করা যাবে না। প্রতিটি মা-বাবা সন্তানের দিকে চেয়ে থাকে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সমাজসেবা কর্মখর্তা তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ মা এবং সন্তানরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

Development by: webnewsdesign.com