বাকযুদ্ধে অস্বস্তিতে বার্সেলোনা

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৪:২৪ অপরাহ্ণ

বাকযুদ্ধে অস্বস্তিতে বার্সেলোনা
apps

কিছুদিন আগে আরনেস্তো ভালভার্দেকে ছাঁটাই করে কিকে সেতিয়েনের কাঁধে কোচের দায়িত্ব তুলে দিয়েছে বার্সেলোনা। আর এ নিয়ে বার্সার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদল সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে বলেন, ‘ভালভার্দের অধীনে বেশকিছু খেলোয়াড় সুখী ছিল না। তারা মাঠে সেরাটা দেয়নি। যদিও কোচের সঙ্গে ড্রেসিংরুমের সম্পর্ক বরাবরই ভালো ছিল। কিন্তু সাবেক খেলোয়াড় হিসেবে আমি অন্য কিছুর গন্ধ পেয়েছি। আর নিজের যা করণীয় ক্লাবকে বলেছি। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে (ভালভার্দেকে বরখাস্ত করা)।’সাবেক সতীর্থ আবিদালের মন্তব্য ভালো লাগেনি মেসির।

 

আবিদালকে ইনস্টাগ্রামে চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।তিনি বলেন, ‘এসব নিয়ে কথা বলতে সত্যিই ভালো লাগে না। তবে সবাইকে নিজেদের কাজের ও সিদ্ধান্তের দায়-দায়িত্ব নিতে হয়। মাঠে যা ঘটে তার দায় খেলোয়াড়দের। আর খেলোয়াড়দের প্রসঙ্গ যখন এসেছে, তখন তাদের নাম বলতে হবে।

 

নাম না বললে আমাদের সবাইকে কলঙ্কিত করা হয় এবং এমন বিষয়ে মন্তব্য করা হয় যা সত্যি নয়।’মেসির এমন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবল জার্নালিস্ট ডারমট কোরিগান মনে করেন, এ দ্বন্দ্ব আরো বড় আকার ধারণ করতে পারে। মেসির সঙ্গে দূরত্ব তৈরি হলে চাকরি খোয়াতে পারেন আবিদাল। ২০১৮’র জুনে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেন তিনি। এরপর উল্লেখযোগ্য সাইনিং আঁতোয়ান গ্রিজম্যান।

 

গত গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে ন্যু ক্যাম্পে দেখতে চেয়েছিলেন মেসি। কিন্তু সাবেক খেলোয়াড়কে দলে টানতে ব্যর্থ হয় বার্সেলোনা। এরপর আর্জেন্টাইন তারকা বলেন,‘আমি জানি না নেইমারের সাইনিংয়ের ব্যাপারে তারা সবকিছু করেছে কিনা।’ আর শীতকালীন দলবদলেও ভালো মানের কোনো স্ট্রাইকার কিনতে পারেনি বার্সেলোনা।

Development by: webnewsdesign.com