বাউফলে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ২:১৯ অপরাহ্ণ

বাউফলে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।
apps

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাউফলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত: ওই কর্মী সম্মেলন আগামি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই হচ্ছে বলে নেতাকর্মীরা মনে করছেন। বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে বাউফলের বিভিন্ন ইউনিয়নে ওই কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০ টায় কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেশবপুর কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ পিকুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় স্থানীয় পর্যাযের নেতাকর্মীরা বিভিন্ন অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে কথা বলেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে আ স ম ফিরোজ তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল। দলের মধ্যে ছোট-ঘাট মতানৈক্য থাকতেই পারে। বিএনপি-জামায়াতের শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে সে কথা মনে পড়লে এখনো শিউরে উঠতে হয়। এই বিএনপি স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়ে জাতীয় পতাকা এবং জাতিকে অপমান করছে। হাজার হাজার কোটি টাকার দুর্ণিতী করেছে। খালেদা জিয়া তারেক জিয়া দুর্নীতির মামলায় অভিযুক্ত। কেউ কেউ বিদেশে পালিয়ে রয়েছে। এজন্যই দেশবাসী ওই স্বাধীনতাবিরোধীদের আর ক্ষমতায় দেখতে চায়না। উন্নয়ন, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের অবদানকে সমুন্নত রাখতে আবারো আমাদের আওয়ামী লীগকে রাস্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য আমাদের ঐক্যের বিকল্প নাই। সকল মান অভিমান ভুলে তৃণমূলের মানুষের কাছে শেখ হাসিনার ছালাম পৌঁছে দিয়ে দেশের উন্নয়নের কথা জানাত হবে। মনে রাখতে হবে নির্বাচন এলেই দেশি-বিদেশি ষরযন্ত্র শুরু হয়। দলে থেকে যথার্থ সম্মান পেয়েও কেউ কেউ দলের মধ্যে অনৈক্যের সৃষ্টি করছে। তাদের শুভবুদ্ধির উদয় হোক। অন্যথায় বাউফলের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকেরা তাদের ক্ষমা করবেন না।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রেখেছেন, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুল ইসলাম টিটু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল মুক্তযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সামসুল আলম মিয়া, এ্যাডভোকেট মফিজুর রহমান প্রমূখ। কর্মীসভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেসারেফ হোসেনসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com