বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ ২০০৩ এসএসসি ব্যাচের ঈদ পূর্ণমিলনী

বুধবার, ১৩ জুলাই ২০২২ | ৪:৪৮ অপরাহ্ণ

বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ ২০০৩ এসএসসি ব্যাচের ঈদ পূর্ণমিলনী
apps

যেথায় থাকি,যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ সেই প্রাণের বাঁধনে মনের উচ্ছাসে মেতে উঠেছিল দিনাজপুরের হাকিমপুরের বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এসএসসি ২০০৩ ইং ব্যাচের শিক্ষার্থীরা।মঙ্গলবার বিকেলে এসএসসি ২০০৩ সালের শিক্ষার্থীদের আয়োজনেবাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

সেখানে সবাই গেয়ে উঠে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের,পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়/ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়?/আয়, আরেকটিবার আয় রে সখা,প্রাণের মাঝে আয়/ মোরা সুখের-দুঃখের কথা কব,প্রাণ জুড়াবে তায়।/ মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়/বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়/ তার মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়/ আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজ এসএসসি ২০০৩ ইং ব্যাচের সকল বন্ধুরা একে অপরে সাথে ১৯ বছর পরে নতুন পরিচিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, প্রাক্তন প্রধান শিক্ষক সাদেক আলী মন্ডল, প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম,সাবেক শিক্ষক আওফার আলি,শামসুদ্দিন আহমেদ, সাবেক শিক্ষক হাসান চৌধুরী মধু,সাবেক শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক খাইরুল, শিক্ষক রিয়াজুল ইসলাম, শিক্ষক এসকেন্দারসহ অনেকে উপস্থিত ছিলেন ।সাবা আল গালিব, জাকির,সোহান, হাসনাত, মামুন, সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনোয়ার হোসেন। এরপর মাধ্যমিক স্কুল জীবনের অনুভূতি প্রকাশ ও শিক্ষকদের স্মৃতিচারণ করেন সাবা আল গালিব,মামুন,মোখলেছুর রহমান, পরাগ, পুষ্প।এছাড়াও ওই বিদ্যালয়ের ছাত্র পলিন,তারেক, বাপ্পি, মাসুদ রানা, পরাগ,সোহেল রানা, নাজমুল, আক্তার,হুমায়ুন, আব্দুর রহমান রনি, আব্দুর রহমান রানা,শাহ সুলতান রনি, সাগর,গিয়াস উদ্দিন, মোকাররম, সুরুজ,বাবুল,বাবু,আব্দুল খালেক,সাগর, রিতা,মামুন,সোহেল রানা নান্টু, আমেনা, সপ্না, সোহেক রানা,জুয়েল মনোয়ার।

Development by: webnewsdesign.com