বাংলাদেশ শিক্ষক সমিতি’র জাতীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজিপুরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

রবিবার, ১২ মার্চ ২০২৩ | ৭:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি’র জাতীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজিপুরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ শিক্ষক সমিতি'র জাতীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজিপুরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
apps

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মাঠে নেমেছেন বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিক্ষক সংগঠন।শিক্ষকবান্ধব সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজধানীর রাজপথে নেমেছে। সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখা।১২ মার্চ দুপুরে উপজেলার মেঘাই ইউছুপ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর শাখার সভাপতি টি এম আতিকুর রহমান নান্নু। স্বাগতিক বক্তব্য রাখেন মেঘাই ইউছুপ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদূালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল বাকী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, প্রচার সম্পাদক পূর্ব খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন চালিতাডাঙ্গা বি বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাটশিরা লক্ষীপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।বক্তারা এসময় জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে সিরাজগঞ্জে এ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৩ মার্চ জেলা সদরে জাতীয় করণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিশিল, ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান।১৪ মার্চ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে দুই ঘন্টা কর্মবিরতি পালন। ২০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারিদের মহাসমাবেশ। উক্ত প্রস্তুুতিমুলক সভায় উপস্থিত উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

Development by: webnewsdesign.com