বাংলাদেশ-ভারতের পাঁচ ক্রিকেটার শাস্তি পেলেন

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৩:০১ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারতের পাঁচ ক্রিকেটার শাস্তি পেলেন
apps

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে অশোভন আচরণের কারণে বাংলাদেশ ও ভারতের পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। সেদিনের ভিডিও ফুটেজ দেখে আইসিসি উভয় দলের পাঁচ খেলোয়াড়কে কয়েকটি ম্যাচ নিষিদ্ধ করেছে।

এর মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় ক্রিকেটার।বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যারা শাস্তি পেয়েছেন তারা হলেন, তওহিদ হৃদয়, শামিম হোসেন এবং রকিবুল হাসান। এদের প্রত্যেকেই আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন এবং প্রত্যেককে ৬টি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। অন্যদিকে, ভারতের আকাশ সিং এবং রবি বিষ্ণয়কে পাঁচটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা অনূর্ধ্ব ১৯ কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যখনই অংশ নেবেন তখন এই সাসপেনশন পয়েন্ট প্রযোজ্য হবে।গত রোববার (৯ ফেব্রুয়ারি) ৪৬ ওভারে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে যুব বিশ্বকাপ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ ভারতীয়দের সামনে যখন উদযাপনে ব্যস্ত বাংলাদেশ যুব দল, সেসময় টিভি সম্প্রচারের ক্যামেরায় দেখা যায় দুদলের খেলোয়াড়দের জটলা ও ধাক্কাধাক্কি। পরে আম্পায়ার ও দুই দলের ম্যানেজারের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।

Development by: webnewsdesign.com