বাংলাদেশ-জিম্বাবুয়ের অন্যরকম সেঞ্চুরি

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ-জিম্বাবুয়ের অন্যরকম সেঞ্চুরি
apps

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার একমাত্র টেস্ট। এই ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত ২২ বছরে দুই দল তিন ফরম্যাট মিলিয়ে ৯৯ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। আজ মিরপুরে পূর্ণ হল সেঞ্চুরি। ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫৭ ম্যাচে, জিম্বাবুয়ের জয় ৩৯, ড্র হয়েছে তিন ম্যাচ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই কোনো দলের বিপক্ষে এত ম্যাচ খেলেনি। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। জিম্বাবুয়ে ৮৭ ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে।অর্থাৎ তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ১০০তম ম্যাচ এই মিরপুর টেস্টটি। সেই ১৯৯৭ সালের অক্টোবরে কেনিয়ার নাইরোবিতে জিমখানা মাঠে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দুই দল। প্রায় সাড়ে ২২ বছর পর আজ তারা খেলছে নিজেদের ১০০তম ম্যাচটি।এ সময়ের মধ্যে ১৭ টেস্ট, ৭২ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি ম্যাচে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা – ৭১ ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয়তে আছেন চিগুম্বুরা (৬৮) ও ব্রেন্ডন টেলর – ৬৬ ম্যাচ। তার পরেই আছেন মুশফিক (৬৩) ও সাকিব (৬০)।

Development by: webnewsdesign.com