বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা সবচেয়ে ভঙ্গুর: মির্জা ফখরুল

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ | ৭:৩২ অপরাহ্ণ

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা সবচেয়ে ভঙ্গুর: মির্জা ফখরুল
apps

বাংলাদেশে করোনা ভাইরাস আসার পরে কয়েকটি জিনিস খুব পরিস্কার হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এখানকার স্বাস্থ্যব্যবস্থা সবচেয়ে ভঙ্গুর। এখানে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেটি সবটাই দুর্নীতি দিয়ে ভরা। সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার যে সুযোগ এটি এখানে সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

ফখরুল আরো বলেন, সরকারের তরফ থেকে বলা হচ্ছে করোনার ভ্যাকসিন সরবরাহ করা হবে ভারত থেকে। এটা কে সংগ্রহ করবেন, একজন ব্যক্তি মালিকাধীন মানে একটি কোম্পানী যার মালিক হচ্ছেন এই সরকারের উপদেষ্টা। তারা প্রায় দেড় ডলার বেশি দিয়ে এগুলো আনবেন। সরকারের প্রতিটি ক্ষেত্রে চুরি করার যে একটা প্লান থেকে যায় ঠিক সেই ভাবে তারা এই চুড়িগুলো করছে।

২০২০ শুধু বিএনপির জন্য নয় বাংলাদেশের জন্য একটা খারাপ বছর উল্লেখ করে ফখরুল বলেন, এই বছরে সরকারের কর্তৃত্ববাদের যে চেহেরা তা আরো প্রচন্ডভাবে বেড়িয়ে এসেছে, ডিজিটাল আইনে অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, ধর্ষণ এ বছরের মধ্যে সবথেকে বেশি বেড়েছে, দুর্নীতি সবথেকে বেশি বেড়েছে সেই সাথে জনগনের অধীকার হরণ এই বছরেই সব থেকে বেশি হয়েছে।

২০২১ সালে জনগনের অধিকার ফিরিয়ে দেবার প্রত্যাশা করে বিএনপির এই মহাসচিব বলেন, নতুন বছরের দিকে দেশের জনগনের যে অধিকার রয়েছে, সে অধিকার ফিরিয়ে পাবার জন্য আমার অবশ্যই প্রত্যাশা করবো। সেই সাথে প্রত্যাশা করবো জনগন তাদের অধিকার ফিরিয়ে পাবার জন্য ঐক্যবদ্ধ হবে।

জিয়াউর রহমানের মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতিতে একটি আমুল পরিবর্তন হয়েছে এমটি দাবী করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৫ সালের পর থেকে জিয়াউর রহমান যখন অর্থনীতিতে সংস্কার, গার্মেন্টস, রেমিট্যান্স, কৃষিতে খাল-খনন এসমস্ত কর্মসূচি তিনি নিয়ে আসলেন, সে সময় থেকেই বাংলাদেশের অর্থনীতিতে একটি আমুল পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের ধারা অনুযায়ী আজকে বাংলাদেশে অর্থনীতির অগ্রগতি হচ্ছে।

তিনি আরো বলেন, আজকে যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো আরো দ্রুত গতীতে অর্থনীতির অগ্রগতি হতো। যা কিছু উন্নয়ন হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে শুরুটাই হয়েছে প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমানের আমলেই। সেই সময় যে কয়েক বছর নির্বাচন হয়েছে সেগুলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে সরকারগুলো গঠন হয়েছে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com