বর্ণাঢ্য আয়োজনে কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | ৭:৩৯ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
apps

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই শ্লোগান কে সামনে রেখে এবং “শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসাবে পুণর্গঠন ” এই প্রতিপাদ্যে (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ।

দিবস টি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সামনে এসে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা স্কুল, কলেজ মাদ্রাসার প্রধানগন ও সহকারী শিক্ষক মন্ডলী।পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী। প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া । স্বাগত বক্তব্য রাখেন দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক শিক্ষক নেতা ওয়াহিদুজ্জামান মিনু, সদস্য সচিব মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহীন আলম ।উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদগাড়ি আঞ্চলিক মহিলা কলেজ এর অধ্যক্ষ সুলতান মাহমুদ, উদগাড়ি ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ড. মোঃ ইউসুফ উদ্দিন,কাজিপুর মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক আবুল হাসেম বাবলু, পৃর্ব খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, বিয়ারা নুরনবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম নুরুল ইসলাম, সোনামুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ রেজাউল করিম, বয়রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ, বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান রাজু, পূর্ব খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

সভায় বক্তারা বলেন,”শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, সুশৃঙ্খল জাতি গঠনে অপরিসীম ভূমিকা পালন করে শিক্ষক। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। শিক্ষকদের দাবি বাস্তবায়নের সকল শিক্ষক দের এক প্লাটফর্ম থেকে কাজ করতে হবে।”

Development by: webnewsdesign.com