বনানীর আহমেদ টাওয়ারে আগুন

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | ১২:১২ অপরাহ্ণ

বনানীর আহমেদ টাওয়ারে আগুন
apps

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারের আগুন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫ তলায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে আহমেদ টাওয়ারে ১৬ তলায় একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় দুপুর সোয়া ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রাথমিক ভাবে বৈদ্যুতিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Development by: webnewsdesign.com