বছরের শেষ ম্যাচে জয়বঞ্চিত বার্সা-রিয়াল-লিভারপুল

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ | ৯:৫৯ অপরাহ্ণ

বছরের শেষ ম্যাচে জয়বঞ্চিত বার্সা-রিয়াল-লিভারপুল
apps

বছরের শেষটা জয় দিয়ে পার করতে পারেনি রিয়াল মাদ্রিদ, লিভারপুলের মতো প্রতাপশালী দল। একই দুর্ভাগ্য বার্সেলোনারও। ভরাডুবির বছর শেষ হল হতাশার ড্রয়ে। মঙ্গলবার লা লিগায় বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে পুঁচকে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। হালকা চোট সমস্যার কারণে খেলতে না পারলেও সতীর্থদের উজ্জীবিত করতে মাঠে এসেছিলেন অধিনায়ক লিওনেল মেসি।

কিন্তু তাকে ফিরতে হয়েছে হতাশার পোস্টার হয়ে। মেসিবিহীন বার্সার আক্রমণভাগ ছিল একেবারে নিষ্প্রভ। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন মেসির জায়গায় সুযোগ পাওয়া মার্টিন ব্রাথওয়েট। ২৫ মিনিটে এই ড্যানিশ ফরোয়ার্ড জাল খুঁজে পেলেও অফসাইডে বাতিল হয়ে যায় গোল। ৫৭ মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে হারের শঙ্কায় পড়া বার্সাকে ৬৭ মিনিটে সমতায় ফেরান উসমান দেম্বেলে।

১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে থেকে শিরোপাশূন্য বছর শেষ করল বার্সেলোনা। ১৫ ম্যাচে জয় মাত্র সাতটি। ২০০৩ সালের পর লা লিগায় এটাই বার্সার সবচেয়ে বাজে শুরু। অভিষেকের পর এমন দুঃসময় কখনও দেখতে হয়নি মেসিকে।

এদিকে, বুধবার রাতে লা লিগায় নবাগত ও পুচকে দল এলচের কাছে হোঁচট খেলেন জিদানের শিষ্যরা। লিগ চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে এলচে।

ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। ইনজুরি কাটিয়ে দলে ফেরা ফরোয়ার্ড লুকা মদ্রিচের হেডে পরাস্ত হন এলচের গোলরক্ষক।

মার্কো আসেনসিওর দূরপাল্লার শটে বল লাফিয়ে ওঠা গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে বাধা পেয়ে সোজা উড়ে আসে মদ্রিচের কাছে। চমৎকার হেডে তা জালে জড়িয়ে দেন তিনি। ওই একটি গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুদল।

কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দহীন হয়ে পড়ে রিয়াল। সুযোগ কাজে লাগিয়ে গোল শোধ করে দেয় এলচে। ৫২ মিনিটে ডি-বক্সে আন্তোনিও বারাগানকে ফেলে দিয়েছিলেন দানি কার্ভাহেল। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন ফিদেল চাভেস।

ফের লিড পেতে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ১-১ ড্র নিয়েই শেষ হয় খেলা।

এতে ১৬ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে এলচে। অপর ম্যাচে গেটাফেকে ১-০ গোলে হারিয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এছাড়া, বুধবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করে বছর শেষ করল তার দল লিভারপুল।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল মোহামেদ সালাহর দল। গত রাউন্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে শেষ দিকে গোল হজম করে ১-১ ড্র করেছিলেন অলরেডরা। এবার ম্যাচে আধিপত্য দেখিয়েও নিউক্যাসলের জালে একবারের জন্যও বল জড়াতে পারেনি লিভারপুল।

ম্যাচের ৩৪ মিনিটে অধিনায়ক জর্ডান হেন্ডারসনের ক্রসে ডি-বক্সে পেয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন মিসরীয় ফরোয়ার্ড। নিউক্যাসল গোলরক্ষক কার্ল ডারলো সে শট গোললাইনের বাইরে পাঠিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটেও চমৎকার এক সুযোগ পায় লিভারপুল। ফিরমিনোর এসিস্টে পাওয়া বল একটু ছুঁয়ে দিলেই গোল পেতেন সালাহ। বলে পা ছোঁয়াতে পারলেও তা বাঁদিকের পোস্ট ঘেষে বেরিয়ে যায়। এর ২ মিনিট পরই সুযোগ হাতছাড়া করেন ফিরমিনো নিজেই। তার হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।

৭৯তম মিনিটে সুযোগ পেয়েছিলেন নিউক্যাসলের কিয়ারন ক্লার্ক। রিচিসের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে ক্লার্ক হেড করলে তা বিপজ্জনকভাবে ছুটে যায় লিভারপুলের জালের দিকে। বাঁ দিকে ঝাঁপিয়ে সেটিকে সেভ করেন লিভারপুল গোলরক্ষক এলিসন।

৯০ মিনিট শেষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। জয়বঞ্চিত হলেও শীর্ষস্থান হারায়নি লিভারপুল। এ নিয়ে ১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে নিউক্যাসল ইউনাইটেড। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

Development by: webnewsdesign.com