বঙ্গমাতা ফুটবলে শেষ হাসি খুলনার মেয়েদের

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৬:২২ অপরাহ্ণ

বঙ্গমাতা ফুটবলে শেষ হাসি খুলনার মেয়েদের
apps

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ঢাকা বিভাগকে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ে কোন দল গোল করতে না পারলে শিরোপার নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

নির্ধারিত সময়ে রওশন আরার গোলে এগিয়ে যায় ঢাকা বিভাগ। কুরুশিয়া জান্নাতের গোলে সমতায় ফেরে খুলনা। প্রথমবারের মতো খুলনাকে এগিয়ে দেন উন্নতি খাতুন। মনে হয়েছিল নির্ধারিত সময়েই জিততে যাচ্ছেন তারা; কিন্তু শেষ দিকে গোল করে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যান ঢাকার ফাহমিদা।

 

 

টাইব্রেকারের শেষ শটটি নিয়েছিলেন ঢাকা বিভাগের রওশন জাহান। গোল করতে পারলে সমান হতো দুই দলের স্কোর; কিন্তু তার শট খুলনার গোলরক্ষক ফিরিয়ে দিয়ে মেতে ওঠেন শিরোপা জয়ের আনন্দে।

ডাগআউটের এক পাশে যখন খুলনার মেয়েরা আনন্দে নাচছিল তখন অন্য অন্যপাশে কান্নায় ভেঙ্গে পড়েন ঢাকার মেয়েরা। তীরে এসে তৈরি ডোবায় হতাশা ঢাকার মেয়েরা দুই হাটুর মাঝে মাথা গুজে কাঁদতে থাকেন।

Development by: webnewsdesign.com