বঙ্গমাতা চরিত্রে পূর্ণিমা, বঙ্গবন্ধু আহমেদ রুবেল!

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ | ৮:১৩ অপরাহ্ণ

বঙ্গমাতা চরিত্রে পূর্ণিমা, বঙ্গবন্ধু আহমেদ রুবেল!
apps

বাংলাদেশে তৈরি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার (বঙ্গমাতা) চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর বঙ্গবন্ধু হয়েছেন আহমেদ রুবেল।

সম্প্রতি এর শুটিং শেষ করেছেন তারা। এই প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এটা একটা ঐতিহাসিক চরিত্র। তবে এখানে আমার উপস্থিত খুবই কম। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন।

 

 

 

 

গল্পে দেখা যাবে, বঙ্গবন্ধু তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র এটি। এখানে আমার যুবতী বয়স দেখানো হবে।

 

 

 

‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। তিনি জানিয়েছেন, ছবির বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে যত আয় হবে তা পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে।

হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

Development by: webnewsdesign.com