বগুড়া পৌরসভা নির্বাচনে নৌকার ভরাডুবি বিএনপি মেয়র রেজাউল করিম বাদশা

সোমবার, ০১ মার্চ ২০২১ | ১:৩৬ অপরাহ্ণ

বগুড়া পৌরসভা নির্বাচনে নৌকার ভরাডুবি বিএনপি মেয়র রেজাউল করিম বাদশা
apps

বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) প্রতীক নিয়ে রেজাউল করিম বাদশা ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি (নৌকা মার্কা) নিয়ে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন (হাতপাখা) নিয়ে ৬ হাজার ১৯১ ভোট পেয়েছেন।

বগুড়া পৌর এলাকা ঘুরে দেখা গেছে,বগুড়াতে বিএনপি’র ঘাঁটি সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ দেখিয়ে দিয়েছেন ভোট কিভাবে করতে হয়। আওয়ামী লীগের নাজুক অবস্থা হলেও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ যে ভোট পেয়েছেন তাতেই তিনি খুশি। তিনি ফেসবুক পেজে এসে বলেন প্রথমবার নির্বাচনের যে আমি বগুড়ার মাটিতে এত ভোট পেয়েছি তাতেই আমি অনেক আনন্দিত এবং খুশি। আমি জনগণের পাশে আছি, ছিলাম এবং থাকবো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন বগুড়া পৌরসভা নির্বাচনের সবচেয়ে লজ্জার বিষয় বর্তমান সরকারের মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি’র। দল ক্ষমতায় থাকা অবস্থায় তার এই ভরাডুবি আওয়ামী লীগের ভোটারবৃন্দ ওর সমর্থনকারীরা এটা যেন মেনে নিতে পারছেন না।

নির্বাচনে বেসরকারী ফলাফলে কাউন্সিলর হয়েছেন-
১নং ওয়ার্ডে (বিএনপি) শাহ্ মো: মেহেদী হাসান হিমু,
২নং ওয়ার্ড (বিএনপি) তৌহিদুল ইসলাম বিটু,
৩নং ওয়ার্ড (আওয়ামীলীগ) কবিরাজ তরুন কুমার চক্রবর্তী,
৪নং ওয়ার্ডে (স্বতন্ত্র) মতিন সরকার,
৫নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) রেজাউল করিম ডাবলু,
৬নং ওয়ার্ডে (বিএনপি) পরিমল চন্দ্র দাস,
৭নং ওয়ার্ডে (বিএনপি) দেলোয়ার হোসেন পশারী হিরু,
৮নং ওয়ার্ডে (জামায়াত) এরশাদুল বারী এরশাদ,
৯নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) আলহাজ শেখ,
১০নং ওয়ার্ডে (আওয়ামীগ) আরিফুর রহমান আরিফ,
১১নং ওয়ার্ডে (স্বতন্ত্র) সিপার আল বখতিয়ার,
১২নং ওয়ার্ডে (বিএনপি) এনামুল হক সুমন,
১৩নং (আওয়ামীলীগ) আল মামুন,
১৪নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) এম আর ইসলাম রফিক,
১৫নং ওয়ার্ডে (স্বতন্ত্র) আমিনুল ইসলাম,
১৬নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) আমীন আল মেহেদী,
১৭নং ওয়ার্ডে (জামায়াত) ইকবাল হোসেন রাজু,
১৮নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকার,
১৯নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) লুৎফর রহমান মিন্টু,
২০নং ওয়ার্ডে (বিএনপি) রোস্তম আলী,
২১নং ওয়ার্ডে (জামায়াত) রুহুল কুদ্দুস ডিলু।

প্রায় দীর্ঘ ৭০ বর্গকিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। মেয়র পদে ৪ জন, ২১ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৩০ জন এবং ৭ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৫০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে মোট ভোটের মধ্য ১ লাখ ৬৪ হাজার ৫৮৭ ভোট দিয়েছেন অর্থাৎ নির্বাচনে ৬০ দশমিক ৮৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

Development by: webnewsdesign.com