বগুড়ায় ৫ পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হলেন যারা

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | ৯:৩৪ অপরাহ্ণ

বগুড়ায় ৫ পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হলেন যারা
apps

তৃতীয় ধাপে বগুড়া ৫ টি পৌরসভার নির্বাচিত মেয়ররা হলেন, শিবগঞ্জ পৌরসভায়  তৌহিদুর রহমান মানিক (নৌকা প্রতীক), ধুনট পৌরসভার এজিএম বাদশাহ  (জগ প্রতীক), কাহালু পৌরসভার আলহাজ্ব আব্দুল মান্নান ( ধানের শীষ ), নন্দীগ্রাম পৌরসভায় আনিসুর রহমান ( নৌকা প্রতীক), গাবতলী পৌরসভায় সাইফুল ইসলাম ( ধানের শীষ )।

শিবগঞ্জ পৌরসভা-
বগুড়া শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিক। তার  নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী মতিয়ার রহমান মতিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট।

ধুনট পৌরসভা-
ধুনট পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র  প্রার্থী এজিএম বাদশাহ । তিনি জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত টিইএম নুরুন্নবী তারিক নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট।

কাহালু পৌরসভা-
কাহালু পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৯০ ভোট।

গাবতলী পৌরসভা-
বগুড়া গাবতলী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । তার  নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী মোমিনুল হক শিলু নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১১৫ ভোট।

নন্দীগ্রাম পৌরসভা-
বগুড়া নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৬৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আনিসুর রহমান। তার  নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির পার্থী সুশান্ত কুমার সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৮৮ ভোট।

Development by: webnewsdesign.com