বগুড়ায় ৪০ গৃহহীন পরিবারের ঠাঁই হলো গুচ্ছগ্রামে

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৪৯ অপরাহ্ণ

বগুড়ায় ৪০ গৃহহীন পরিবারের ঠাঁই হলো গুচ্ছগ্রামে
apps

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রায়পুরের চাঁনপুকুর পাড়ে তৈরি করা গুচ্ছগ্রামে গৃহহীন ৪০টি পরিবারের আবাসনের ব‌্যবস্থা করা হয়েছে। দুই একর ৬২ শতক জায়গার ওপর গড়ে উঠেছে এ গুচ্ছগ্রাম।

সোমবার বেলা ১২টায় বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ওই ৪০টি পরিবারের সদস‌্যদেরকে তাদের বাড়ি বুঝিয়ে দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে সরকার।

চাঁনপুকুর পাড়ে ওই গুচ্ছগ্রামে বাড়িগুলো তৈরিতে ব‌্যয় হয়েছে ৬২ লাখ ১ হাজার টাকা। প্রতিটি বাড়িতে আছে দুটি শোয়ার ঘর ও একটি রান্না ঘর। দুটি গোসলখানা আছে সবার ব্যবহারের জন্য। গুচ্ছগ্রামে নয়টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। পরে প্রত্যেক পরিবারকে ৪ শতক  করে খাস জামি দেয়া হবে।

আবাসনের ব‌্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গুচ্ছগ্রামের নতুন বাসিন্দারা।

Development by: webnewsdesign.com