বগুড়ায় ১৯৩ জনের করোনা নমুনা সংগ্রহের মধ্যে ৩০ জন শনাক্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৭:২৬ অপরাহ্ণ

বগুড়ায় ১৯৩ জনের করোনা নমুনা সংগ্রহের মধ্যে ৩০ জন শনাক্ত
apps

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৩টি নমুনার ফলাফলে নতুন করে ৩০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৫দশমিক ৫৪শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৮জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৩০জনের মধ্যে সদরের ২২জন, ধুনট ৪জন, গাবতলী ২জন এবং শিবগঞ্জ ও নন্দীগ্রামে একজন করে।

বগুড়া শহরে প্রশাসন ততপর থাকায় জনসাধারণ মাস্ক ব্যবহার করলেও উপজেলার হাট-বাজারগুলোতে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাস্ক এর ব্যবহার খুবই কম দেখা যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। ডা. তুহিন জানান, ২৩ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯০টি নমুনায় ২৯জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৬৪৭জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৯১৪জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২০২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৩১জন।

Development by: webnewsdesign.com