ফেরারি খুনের আসামি সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফেরারি খুনের আসামি সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান: প্রধানমন্ত্রী
apps

বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করে বলেছেন, দেশে কি এমন কোনো যোগ্য নেতা নেই যে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হতে পার? ফেরারি খুনের আসামি সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোমবার সংসদের অধিবেশনে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বিএনপির শীর্ষ নেতৃত্বের বিষয়ে বলেন, তারা নেতা বানিয়েছে কাকে? খুনের মামলার আসামি, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি, যে দেশ থেকে পলাতক- তাকে বানানের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করা সাজাপ্রাপ্ত। কিন্তু তবুও তাকে বাসায় থাকতে দেয়া হয়েছে।’

তিনি বলেন, কোনো কারণ নেই বাসে আগুন দিয়ে পোড়ানো। কিন্তু তারা ওটা করল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমরা ক্ষমতায় আছি। নিজেরাই আগুন দিয়ে আমাদের সরকারকে দুর্নামের ভাগীদার করব কেন? আর মানুষের জীবনের নিরাপত্তা দেয়ায় তো আমাদের দায়িত্ব।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর সন্ত্রাস, খুন করা, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নেই বিএনপি করেনি। হাজার হাজার মেয়েদের উপর পাশবিক অত্যাচার করানো অগ্নি সন্ত্রাস করে মানুষ পোড়ানো এটাই তাদের আন্দোলন।

Development by: webnewsdesign.com