ফেনসিডিলসহ রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বুধবার, ০৮ মার্চ ২০২৩ | ৩:০৪ অপরাহ্ণ

ফেনসিডিলসহ রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফেনসিডিলসহ রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
apps

রাজশাহীতে র‌্যাব-৫ এর মাদক বিরোধী অভিযানে মহানগর ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার নগরীর বড়বনগ্রাম এলাক থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম শাহেন শাহ সম্রাট (২৬)। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক। নগরীর শাহমখদুম থানার সাবেক তরুণ লীগের সভাপতি এবং বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকার জিল্লুর রহমান অরফে কাঠ জিল্লুর ছেলে।

অপরজনের নাম কলম (২৮)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধানিয়ালগাছি এলাকার নুর ইসলামের ছেলে। সোমবার ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকা থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫-এর ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর (ডিএডি) ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল নগরীর বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় একটি নিল রংয়ের এ্যাপাচী মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলটির পিছনে প্লাস্টিকের ব্যাগে ৮৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা উদ্ধার করা ফেনসিডিলগুলি বিক্রয়ের জন্য বহন করে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বাবা জিল্লুর রহমান জানান, র‌্যাবের অভিযানে উদ্ধার ফেনসিডিলগুলি শিবগঞ্জ থেকে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে কাটাখালি থানাধীন টাংগন এলাকার জৈনক লিটনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিলো। এর আগে লিটন আমার ছেলেকে ফোন দিয়ে বলে, এ্যাপাচী মোটরসাইকেলে কলম নামের এক ব্যক্তি আমার কাছে আসছে তার গাড়িতে উঠে চলে আসেন। তার মোটরসাইকেলে কি আছে আমার ছেলে তা জানতনা। তবে তিনি এটা স্বীকার করে বলেন, আমার ছেলে মাদকাসক্ত। দলীয় পরিচয়ের বিষয়ে জিল্লুর রহমান বলেন, তিনি নগরীর শাহমখদুম থানার সাবেক তরুণ লীগের সভাপতি। তার ছেলে সম্রাট রাজশাহী মহানগর ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক। তিনি আরও বলেন, আমার নামে মাদকের যে মামলা রয়েছে বর্তমানে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে আছি। এছাড়া মাদকের ব্যবসা ছেড়ে বর্তমানে তিনি কাঠের ব্যবসা করছেন বলেও জানান জিল্লুর রহমান।

এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, বিষয়টি আমার জানা নাই। খোজ নিয়ে দেখতে হবে। তবে ঘটনা সঠিক হলে সাধরণ সম্পাদকের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠিনক ব্যবস্থা নেয়া হবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আতদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Development by: webnewsdesign.com