ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

রবিবার, ০৭ মার্চ ২০২১ | ৭:১২ অপরাহ্ণ

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত
apps

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার ৭ মার্চ সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া এবং উপজেলা আ’লীগের পক্ষে উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ ও জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়ের নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

সকাল ১০ টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য ও পুষ্পার্ঘ অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে ৭ই মার্চের বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।এসময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশীদ হারুন, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহবুব লিটু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা।আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com