ফুলবাড়ীতে এমপিও শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | ৭:০৬ অপরাহ্ণ

ফুলবাড়ীতে এমপিও শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ
apps

দিনাজপুরের ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ৩ দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি জানিয়ে র্যালী ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে । আজ রোববার সরকারের পক্ষ থেকে ৫% দেয়া বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে নেতৃবৃন্দ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রবিবার (১৯অক্টোবর) বেলা ১১ টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে র্যালি করে স্থানীয় নিমতলা মোড়ে মানববন্ধন এবং ন্যায্য দাবির আলোকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাহাপুর মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ফিনান্সিয়াল বিষয়ের সহকারী অধ্যাপক অরুনাভ সরকার অরুণ, ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান লাভলু, জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক চন্দনা মহন্ত, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের ফুলবাড়ী উপজেলা শাখার আমির মো. হাবিবুর রহমান, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আলম,খজাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো.রমজান আলী, সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মনজুরুল ইসলাম শাহ, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক খায়রুল আনাম আবেশ, সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক রুস্তম আলী, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন জনিসহ উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত স্কুল,কলেজ,মাদ্রাসার ও কারিগরি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং শিক্ষক- কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষকরা বলেন, আন্দোলনের আজ আটদিন অতিবাহিত হয়েছে। আজকে রোববার ৫% হিসেবে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষক নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেছেন।

বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে বৈষম্য বঞ্চনা শিক্ষা ক্ষেত্রে চলে আসছে। আমরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক- কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি করেছিলাম। এই দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিল। এতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছিলো। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তাঁরা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমরা এর প্রতিবাদ করছি। আমাদের সারা দেশে কর্মবিরতি চলছে। সেই দাবি করছি অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক।

এদিকে আন্দোলন চলাকালে সারাদেশের ন্যায় দিনাজপুরের প্রতিষ্ঠানগুলোতে পূর্ণ কর্মবিরতি চলছে। পরীক্ষা,ক্লাস হচ্ছে না। আন্দোলনরত শিক্ষকরা দ্রুত এই দাবি সরকার বাস্তবায়নের করে শ্রেণী কার্যক্রম পরিচালিত হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করবেন বলে সবাই আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় আন্দোলনকে অনুসরণ করে এবং সংহতি প্রকাশ করে ফুলবাড়ীতেও পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার ফুলবাড়ীর সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বৈঠকের সিদ্ধান্ত হয় রোববার ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনারে বেলা ১১ টায় সমবেত হয়ে র্যালি শেষে নিমতলা মোড়ে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার আন্দোলনে প্রতিনিধি প্রেরণ করবেন। কয়েকজন আজকে ঢাকার আন্দোলনে অংশগ্রহণের জন্য ফুলবাড়ি থেকে যাত্রা করবেন।

Development by: webnewsdesign.com