প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার নতুন ফি নির্ধারণ

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ | ১২:০১ অপরাহ্ণ

প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার নতুন ফি নির্ধারণ
apps

প্রবাসী শ্রমিকদের করোনা টেস্টের ফি কমিয়ে এনেছে সরকার। সরকারি ল্যাবগুলোতে মাত্র ৩০০ টাকায় স্মার্ট কার্ডধারী প্রবাসীরা করোনা টেস্ট করাতে পারবে।

কিন্তু এর আগে প্রবাসী শ্রমিকদের করোনা টেস্ট করাতে ১ হাজার ৫০০ টাকা দিতে হত সেটা নিয়ে আপত্তি উঠায় সরকার করোনা টেস্টের ফি কমিয়ে এখন মাত্র ৩০০ টাকা করেছে । গত (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব বিলকিস বেগমের সইকৃত একটি প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশ গমনেচ্ছুদের করোনা মুক্ত সনদ দেয়ার জন্য সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এই ফি নেয়া হবে।

Development by: webnewsdesign.com