প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছে ইবি’র ৮ শিক্ষার্থী

রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | ৭:২২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছে ইবি’র ৮ শিক্ষার্থী
apps

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০১৮ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী। প্রতিটি অনুষদের সর্বোচ্চ ফলাফলধারীরা পাচ্ছেন এ পদক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানা যায়।

মনোনিত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া, কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের লাবনী খাতুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের আলমগীর হোসেন।

এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহবুল ইসলাম, বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ইমরান হোসেন ভুঁইয়া, জীব বিজ্ঞান অনুষদভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আক্তার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বিশ^বিদ্যালয়ের প্রতিটি অনুষদের স্নাতক (সম্মান) শ্রেণির সর্বোচ্চ ফলাফলধারীদের প্রদান করা হয়। যেসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়না সেগুলোতে স্নাতোকোত্তর ডিগ্রির ফলাফলের ভিত্তিতে প্রদান করা হয়। যদি কারো ফলাফল সমান হয়ে যায়। তবে এসএসসি/এইচইসসি ফলাফলের ভিত্তিতে এটি প্রদান করা হয়।

Development by: webnewsdesign.com