প্রতিরক্ষামূলক বিমান মহড়ায় রাশিয়া-বেলারুশ, কিয়েভে নতুন হামলার ভয়

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ

প্রতিরক্ষামূলক বিমান মহড়ায় রাশিয়া-বেলারুশ, কিয়েভে নতুন হামলার ভয়
apps

বিমানবিধ্বংসী অস্ত্র নিয়ে সতর্ক প্রহরায় ইউক্রেনীয় কয়েকজন সেনা রাশিয়া এবং তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ প্রতিরক্ষামূলক বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। সোমবার থেকে এই মহড়া শুরু হবে।

রাশিয়া ও বেলারুশের যৌথ মহড়ায় ইউক্রেনে ভয় বিরাজ করছে। পশ্চিমারা আশঙ্কা করছে, কিয়েভে আবারও হামলা জোরদার করতে পারে রাশিয়া। যদিও মিনস্ক বলেছে, তাদের মহড়া প্রতিরক্ষামূলক। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এই হামলায় বেলারুশকে ব্যবহার করেছে মস্কো।

হামলার আগে বেলারুশের সঙ্গে একাধিক মহড়া চালিয়েছিল রাশিয়া। মিলিটারি মনিটরিং একটি চ্যানেল সংবাদ প্রকাশ করেছে, নতুন বছরের শুরু থেকে যুদ্ধ হেলিকপ্টারসহ সামরিক পরিবহন প্লেন বেলারুশে আসছে। শুধুমাত্র রবিবার আটটি যুদ্ধবিমান এবং চারটি কার্গো বিমান রাশিয়া থেকে বেলারুশে প্রবেশ করেছে। তবে সংবাদমাধ্যম রয়টার্স বলছে, তারা এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

Development by: webnewsdesign.com