প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থার লক্ষে রুডো’র উদ্যোগে ওজন মাপা মেশিন বিতরণ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | ৫:৫০ অপরাহ্ণ

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থার লক্ষে রুডো’র উদ্যোগে ওজন মাপা মেশিন বিতরণ
apps

প্রতিবন্ধী ব্যক্তিদের সাহয্য নয় তাদের কর্মের মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো), রাজশাহীর উদ্যোগে ও সওদাগর এগ্রো ও ফ্ল্যাশ নিউজ,রাজশাহীর সহযোগিতায় রুডো প্রতিবন্ধী উন্নয়ন কর্মসুচির আওতায় ০৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ওজন মাপার মেশিন বিতরণ করা হয়।

সোমবার সকালে নগরীর অরকার মোড়ে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেুডো’র শিশু সদস্য ৪র্থ শ্রেণির ছাত্র রাফসান আরাফাত।

রুডো’র সাধারণ সম্পাদক সোহাগ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চারুকলা শিল্পী আরাফাত রুবেল, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন রনি, প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম, লফস এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, রুডো’র কোষাধক্ষ আব্দুল খালেক, রুডো ইয়ূথ গ্রুপের সভাপতি সাবিত্রী হেমব্রম, ও রুডো’র প্রোগ্রাম অফিসার তামান্ন ইসলাম।

Development by: webnewsdesign.com