মানুষ, সমাজ, দেশপ্রেম, জীবন ও প্রকৃতির নানা বিষয়ে তাঁর স্বতস্ফুর্ততা বজায় রেখে জুবেদা ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘স্বপ্নদূত’ প্রকাশিত হয়েছে।
২০২০ সালের অক্টোবর মাসে কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা- ‘রঙধনু’। গ্রন্থটির পরিবেশক নবসাহিত্য প্রকাশনী ৩৮, বাংলা বাজার, ঢাকা।
নবীণ লেখক জুবেদা ইসলাম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যমণ্ডিত লীলাভূমি সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমার শাইল গ্রামে ২০০০ সালের ১০ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নামঃ ফরিজ আলী ও মাতা মোছাম্মত পারভীন বেগম।
কৈশোরকাল থেকেই নিজস্বতায় কবিতার জগতে বিচরণ করছেন কবি জুবেদা ইসলাম। আনন্দ-বেদনার কিছু কবিতা দিয়ে তাঁর লেখা শুরু করেন। কবি ২০১৮ সালে শাহবাজপুর হাইস্কুল এ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি, পরিক্ষায় উর্ত্তীন হন। স্কুলে পড়ার সময় তিনি নিয়মিতভাবে ছন্দ কবিতা লিখতেন। পরবর্তীতে সাপ্তাহিক ও দৈনিক কেয়েকটি পত্রিকাতেও তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়।বর্তমানে তিনি বিয়ানীবাজার ইউনিভার্সিটি কলেজে ব্যবস্হাপনা (অনার্স) বিষয়ে প্রথমবর্ষে অধ্যয়ণরত। তাঁর কবিতার প্রসঙ্গ হচ্ছে দেশপ্রেম, বিচ্ছেদ, একাকীত্ববোধ, মনস্তাত্ত্বিক সংকট, সূক্ষ্ম জীবনীশক্তি প্রভৃতি। কবিতার নির্মাণ ও বৈচিত্রতা, যা তাঁর কবিতাকে দিয়েছে নতুন এক বিশিষ্টতার যোগান।
ফেসবুক পেইজে কবি নিয়মিত সাহিত্যচর্চা করছেন। অগণিত পাঠকের অনুরোধে প্রথম কাব্যগ্রন্থ ‘স্বপ্নদূত’ প্রকাশীত হল। আশা করি পাঠক হৃদয়ে নাড়া দিবে। কবি জুবেদা ইসলাম বড়লেখা ঝর্না ধারা সাহিত্য সংগঠন ও সাহিত্য বন্ধন আলোর পথে যাত্রার সাথে জড়িত।
কবি জুবেদা ইসলাম জানান, নারীমুক্তি আন্দোলন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে তাঁর কলম আপোষহীন। তিনি ‘স্বপ্নদূত’ বহুল প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন। সর্বোপরি মানুষকে ভালবেসেই তার কাব্য-শক্তি বিস্তৃতি লাভ করবে বলে আশা করেন। আগামীতে আরো কাব্যগ্রন্থ প্রকাশ করতে কবি আপনাদের প্রেরণা ও দোয়া কামনা করেন।
কাব্যগ্রন্থ ‘স্বপ্নদূত’ বড়লেখা অনলাইন ড্রীম বাজার ও উপজেলার শাহবাজপুর বাজার জনতা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। কুরিয়ারে পেতে চাইলে ০১৮৯০০৫৩৬৩৮ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
Development by: webnewsdesign.com