সেনবাগে

প্যানেল চেয়ারম্যান কর্তৃক বিচার প্রত্যাশী ১ সন্তানের জননীকে হয়রানির অভিযোগ

সোমবার, ০৪ জুলাই ২০২২ | ৬:১১ অপরাহ্ণ

প্যানেল চেয়ারম্যান কর্তৃক বিচার প্রত্যাশী ১ সন্তানের জননীকে হয়রানির অভিযোগ
apps

নোয়াখালীর সেনবাগে ১ সন্তানের জননীর বিবাহ বিচ্ছেদের পর দেনমোহরের টাকা প্রাপ্তিতে বিলম্ব,ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে ৭নং মোহাম্মদপুর ইউপির প্যানেল চেয়ারম্যানের প্রতি।এ বিষয়ে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী,তার পরিবার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউপির ৪ নং ওয়ার্ডস্থ আসলাম কবিরাজ বাড়ীর রেজাউল হকের মেয়ে রিপনা আক্তার রিপুর সহিত ঢাকার রায়েরবাগ মুজাহিদ নগরের বাসিন্দা আবুল কালাম ভুঞার পুত্র ইকবাল হোসেনের সহিত বিগত ০৪/১২/২০১৬ তারিখে ১০ (দশ) লক্ষ টাকা কাবিনে মুসলিম শরীয়াহ মোতাবেক বিবাহ হয়।

বিয়ের পর থেকে ইকবালের পরিবার প্রতিনিয়ত যৌতুকের জন্য রিপুকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো।বাবার বাড়ী থেকে যৌতুক নিতে অক্ষমতা প্রকাশ করায় গত ০৬/০৯/২০১৯ তারিখে ইকবাল রিপুকে তার বাবার বাড়ীতে রেখে চলে যায়।পরবর্তীতে ২১/১১/২০১৯ তারিখে উকিল নোটিশের মাধ্যমে তালাকনামা পাঠিয়ে দেয়।এ সময় রিপু তার সন্তানের ভরণপোষণ ও দেনমোহরস্বত্তের টাকা প্রাপ্তি প্রসঙ্গে জানতে চাইলে শ্বশুর আবুল কালাম ভুঞা রিপুকে বলেন,তোমাকে আমরা ১ টাকাও দিবো না।পারলে আদালতে মামলা করে টাকা নিও।

রিপু তার ন্যায্যপাওনা প্রাপ্তির দাবিতে যৌতুক নিরোধ আইনের ০৩ ধারায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালত,নোয়াখালীতে সি, আর ৪১/২০২১ ইং মামলা দায়ের করেন।যা এখনো চলমান রয়েছে।উক্ত মামলায় ইকবাল হোসেন গংরা আপোষ নিস্পত্তি করবে বলে জামিন নিয়ে আসলেও অদ্যাবধি পর্যন্ত এর কোন সুরাহা তারা করেনি।বরং স্থানীয় প্যানেল চেয়ারম্যান জহির হোসেন স্বপনের সহযোগিতায় ভুক্তভোগীর দেনমোহরের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে ভুক্তভোগীর স্বাক্ষর জাল করিয়া ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে (যাহার নং ৯৬১১৩৬০-৬২) ভুয়া টাকা নেওয়ার রশিদ পত্র সৃজন করেন।ভুক্তভোগী রিপুকে টাকা বুঝিয়ে দিয়েছে বলে ছেলে পক্ষ মিথ্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে উভয় পক্ষের জবানবন্দীতে উক্ত মামলা শুনানী শেষে ইউনিয়ন পরিষদকে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশ দেন বিজ্ঞ আদালত। এ সময় স্থানীয় প্যানেল চেয়ারম্যান জহির হোসেন স্বপন (যাহার স্মারক নং মোহাম্মদপুর ইউপি/ সেনবাগ/ নোয়াখালী /০৫/২০২২,তাং ১৫/০২/২২ ইং) ভুক্তভোগীর স্বাক্ষর জাল করিয়া প্রতিবেদন পেশ করেন। উল্লেখ্য প্যানেল চেয়ারম্যান জহির হোসেন স্বপন বিগত বেশকিছু দিন যাবত মোবাইল ফোনে রিপু ও তার পরিবারের লোকজনকে পথে ঘাটে একা পেলে অপহরণ করবে,হাত পা ভেঙ্গে দিবে,লাশ পেলে দিবে ইত্যাদি বলে বারবার হুমকি প্রদর্শন করে আসছে।

বর্তমানে রিপু ও তার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।রিপনা আক্তার রিপু তার পরিবারের সকলের জীবনের নিরাপত্তা চেয়ে, দেনমোহরের ন্যায্যপাওনা বুঝিয়ে পেতে এবং লম্পট স্বৈরাচারী প্যানেল চেয়ারম্যান জহির হোসেন স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রশাসনের নিকট জোর দাবি জানান।এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করতে চাইলে প্যানেল চেয়ারম্যান জহির হোসেন স্বপনের মুঠোফোন (০১৮১৯-০৭৮২৩১) বন্ধ পাওয়া যায়।

Development by: webnewsdesign.com