পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত— জানতে চান ওবায়দুল কাদের

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ২:৪৬ অপরাহ্ণ

পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত— জানতে চান ওবায়দুল কাদের
পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত— জানতে চান ওবায়দুল কাদের
apps

মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত? আমরাও পারফেক্ট নই। আমাদের এখানেও সম্পূর্ণ ক্রটিমুক্ত আমরা বলবো না। যারা বাংলাদেশ সম্পর্কে গণতন্ত্র নিয়ে অভিযোগ করেছেন, তাদের দেশেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজের ঘরের চিত্রটা বলুন।’

মঙ্গলবার (২১ মার্চ) সকালে বংশালের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের ইউনিটে এই সম্মেলন হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমি একটা কথা বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উদ্দেশ্যে, অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজের ঘরের চিত্রটা বলুন। আজও ডোনাল ট্রাম্প তার পরাজয় মেনে নেননি। বিচারবহির্ভূত হত্যার কথা বলেন, আপনাদের দেশেও গান অ্যাটাক হয়। অন্যের সমালোচনা করার আগে নিজেদের চেহারা দেখুন।

Development by: webnewsdesign.com