পুলিশের উর্ধতন কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার প্রতারক

সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ | ১:০৭ অপরাহ্ণ

পুলিশের উর্ধতন কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার প্রতারক
(ছবি- সংগৃহীত)
apps

কখনো মন্ত্রী, কখনো সংসদ সদস্য কখনো বা আবার এসপি কিংবা পুলিশের বড় উদ্ধতন কর্মকর্তার কন্ঠ হুবুহু নকল করে প্রতারণা করে আসছিলেন সোহেল মাহমুদ নামে এক প্রতারক।

রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রতরণার মাধ্যেমে বিকাশের দোকান থেকে টাকা তুলতে গিয়ে হাতেনাতে আটক হয়।

আটকের বিষয়টি রবিবার রাতে মিরপুর মডেল থানার উপ-পুলিশ কমিশনার এ এস এম মাহতাব উদ্দিন নিশ্চিত করে।

আটকৃত সোহেল মাহমুদ সিরাজগঞ্জ জেলার কাজীপুরের পিপুলবাড়ি এলাকার বাসিন্দা।

জানা যায়, বিভিন্ন মহলের ব্যক্তিদের পরিচয় দিয়ে বড় অংকের টাকা দাবি করতেন। আবার কখনো জনসেবার নামেও মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করতেন। সম্প্রতি এক ফার্নিচার ব্যবসায়ীকে মিরপুর মডেল থানার উপ-কমিশনার পরিচয়ে চাঁদা দাবি করে। ব্যবসায়ী মোহাম্মাদ ইসহাক বিষটি সন্দেহ করে পুলিশকে অবগত করে।

ইসহাক জানায়, আমার কাছে চাঁদা দাবি করে ফোনে। কিন্তু ফোনের ভয়েস শুনে আমার মনে সন্দেহ জাগে। সন্দেহের বশে আমি পুলিশকে অবগত করি।

এবিষয়ে মিরপুর মডেল থানার উপ-পুলিশ কমিশনার এ এস এম মাহতাব উদ্দিন বলেন, ভুক্তভোগীর কাছ থেকে ঘটনাটি শোনার পর তদন্তের জন্য আমাদের একটা টিম গঠন করে মাঠে নামায়। ভুক্তভোগীকে দিয়ে প্রতারকে টাকা পেয়েছে কিনা জানার জন্য ফোন করাই। আর সে টাকা আসছে কিনা জানতে বিকাশের দোকানে গেলে আমাদের টিম তাকে হাতেনাতে আটক করে।

তিনি আরো জানান, প্রতারক সোহেল মাহমুদের নামে রামপুরা থানা ও দারুসালাম থানায় ৩টি মামলা রয়েছে।

Development by: webnewsdesign.com