পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

রবিবার, ১৪ মার্চ ২০২১ | ১০:৫৪ পূর্বাহ্ণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
apps

মঠবাড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৌদি প্রবাসী আব্দুস সালাম সিকদারের স্ত্রী হাসি বেগমকে (৩৪) মারধর করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার লক্ষণা গ্রামে (ওয়ার্ড নং ৫) এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত হাসি বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে এম্বুলেন্সযোগে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রসূতি ওই নারীর উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক শনিবার বরিশাল শেবাচিমে রেফার করেন। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, সালাম সিকদার ও ইলিয়াস জমাদ্দার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে দেওয়ানী মামলা নং ১৩১/১৮ চলমান আছে।ইতোমধ্যে ৪৪/৪৫ মামলার প্রতিবেদন দিয়েছেন মঠবাড়িয়া থানা পুলিশ। স্থানীয়ভাবে শালিসী ব্যবস্থায় বসা হয়েছে বারবার। কিন্তু উভয় পক্ষ নিজেদের সিদ্ধান্তে দৃঢ় অবস্থানে থাকায় স্হানীয় পর্যায়ে মিমাংসা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে।সুষ্ঠু সুরাহায় সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।আদালতে দেওয়ানী মামলা থাকলেও উভয় পক্ষের প্রভাব বিস্তারের চেষ্টায় একের পর এক ঘটছে ফৌজদারি অপরাধের মত ঘটনা।

শুক্রবার সকালে প্রতিপক্ষ ইয়াসিন (৩৪) গং বিরোধীয় জমিতে মাটি কাটতে আসলে বাঁধা দেয় সালাম শিকদার গং। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হলে সালাম সিকদার এর প্রসূতি স্ত্রী হাসি বেগম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে গুরুতর আহত হয়। উভয় পক্ষের তিন চারজন আহত হলেও প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ রয়েছেন। তবে প্রসূতি ওই নারীর অবস্থা ঝুঁকিপূর্ণ।উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যাবে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই উভয়পক্ষ ঝামেলায় জড়িয়ে পড়েন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com