মৌলভীবাজারের কমলগঞ্জে রাজিয়া ইসলাম নিছা নামের এক শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে।
রোববার (২১নভেম্বর) ভোরে রাজিয়া ইসলাম নিছার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান। একই দিনে আবার সকাল ৯টায় পরীক্ষায় বসে সে।
রাজিয়া ইসলাম নিছা উপজেলার উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী। তার বাবা মিজানুর রহমান বাবু (৪৫) উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মুহিতের ছেলে।
স্বজনরা জানায়, আজ নিছার দ্বিতীয় এসএসসি পরীক্ষা ছিল । এরমধ্যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান।
মৃত্যুর পর বাবা হারা নিছা ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে আজ সকালে উপজেলার কালী প্রশাদ উচ্চ বিদ্যালয়ে পরিক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করে পরিক্ষা দিচ্ছে।
পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ জানান, পরীক্ষার্থী নিছার বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে সকালে তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য।
কালী প্রশাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল জানান, নিছা সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে।
আমরা তার সার্বক্ষনিক খেয়াল রাখছি।
Development by: webnewsdesign.com