পিছিয়ে গেল ‘স্ফুলিঙ্গ’ সিনেমার মুক্তি..

বুধবার, ১৭ মার্চ ২০২১ | ১২:৫৭ অপরাহ্ণ

পিছিয়ে গেল ‘স্ফুলিঙ্গ’ সিনেমার মুক্তি..
apps

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৯ মার্চ মুক্তির কথা ছিল ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটির। তৌকীর আহমেদ পরিচালিত এ সিনেমার মুক্তি পিছিয়ে যাচ্ছে। ১৯ মার্চ মুক্তি পাচ্ছে না সিনেমাটি। এমনটাই জানিয়েছেন তৌকীর আহমেদ।

তিনি বলেন, ‘মুক্তির জন্য সিনেমাটি পুরোপুরি প্রস্তুত। তারপরও মুক্তি সংক্রান্ত কিছু জটিলতা তো থাকেই। সে জটিলতার কারণেই ১৯ মার্চ মুক্তি পাচ্ছে না। তবে মুক্তি দিতে পারলে আমাদের ভালো লাগতো।’

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় একটি ব্যান্ড দলকে নিয়ে নির্মিত হয়েছে ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। গল্পে তারুণ্যের উদ্যম দেখানো হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এ সিনেমায়।

‘স্ফুলিঙ্গ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

এদিকে অর্ন্তজালে প্রকাশ হয়েছে এ সিনেমার একটি গান। ‘বুঝি না’ শিরোনামের গানটির কথা লিখেছেন পিন্টু ঘোষ। সুর-সংগীতায়োজনের পাশাপাশি এ গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে আরো কন্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার।

Development by: webnewsdesign.com