পায়ুপথে ১ কেজি সোনা পাচার, শাহজালালে যাত্রী আটক

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ | ৮:৫৯ অপরাহ্ণ

পায়ুপথে ১ কেজি সোনা পাচার, শাহজালালে যাত্রী আটক
apps

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ১৪১ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ সোনা নিয়ে এমিরেটের ফ্লাইটে (ইকে ৫৮২) দুবাই থেকে ঢাকায় আসেন সারোয়ার আলম (৩৫) নামের ওই যাত্রী।

তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম দলাই গ্রামের সোলায়মানের ছেলে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সারোয়ার আলম দুবাই থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আসার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে করে সোনা আনার কথা স্বীকার করেন। এরপর তার পায়ুপথ থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। তার পকেটে পাওয়া যায় আরো ১৪৪ গ্রাম সোনার অলংকার। আটক সোনার বাজার মূল্য ৫৭ লাখ টাকা বলে জানা গেছে।

Development by: webnewsdesign.com