পাখি সরিয়ে টুইটারের নতুন লোগো

সোমবার, ২৪ জুলাই ২০২৩ | ৬:০৭ অপরাহ্ণ

পাখি সরিয়ে টুইটারের নতুন লোগো
পাখি সরিয়ে টুইটারের নতুন লোগো
apps

টুইটারের এতদিনের চিরচেনা নীল পাখি লোগো সরিয়ে এলো ক্রস চিহ্ন জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের লোগো পরিবর্তন করা হয়েছে। এতদিনের চিরচেনা নীল পাখি সরিয়ে এলো ক্রস চিহ্ন।

রবিবার মাস্ক টুইট করেন, ‘খুব শিগগিরি টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও।’ আর সোমবারই টুইটারের হেডকোয়ার্টারের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, নতুন লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছে X আকারটি। মাস ছয়েকও হয়নি টুইটারের মালিক হয়েছেন তিনি। কিন্তু তারই মধ্যে বারবারই এই মাইক্রোব্লগিং সাইটে নানা বদল ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন মাস্ক।

এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন। যদিও তা একেবারেই পছন্দ হয়নি ইউজারদের। ফলে তড়িঘড়ি তা সরিয়েও দেন। আবারও পাখিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। মাস্ক জানিয়েছেন, তিনি X কর্প নামের কোম্পানির সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। এরপর মাস্ক যে অ্যাপটি তৈরি করতে চলেছেন, তা পরিচিতি পাবে X নামে।

ইতোমধ্যেই নিজের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবিটিও বদলে X সাইনটি রেখেছেন মাস্ক। X যে সক্রিয় হল, তা বোঝাতেই এই বদল। তবে ইউজারদের একাংশ জানিয়েছে, তারা টুইটারের নীল পাখিকে ভীষণ মিস করবেন।

Development by: webnewsdesign.com